ব্যবসা-বাণিজ্য

ঋণ ও ক্রেডিট কার্ডে রিটার্ন দাখিলের শর্ত প্রত্যাহার করল এনবিআর

2
ঋণ ও ক্রেডিট কার্ডে রিটার্ন দাখিলের শর্ত প্রত্যাহার করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ঋণ গ্রহণে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেয়ার বাধ্যবাধকতার বিধান প্রত্যাহার করেছে। একইসঙ্গে শিক্ষার্থী ক্যাটাগরিতে ক্রেডিট কার্ডেও প্রমাণপত্র জমার বিধান প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

আরও পড়ুনঃ ট্রেড লাইসেন্স ছাড়াই খোলা যাবে ব্যাংক একাউন্ট

রাজস্ব কর্তৃপক্ষ উল্লেখ করেছেন, করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ক্ষেত্রে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকগুলোতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো। এ নির্দেশনা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অন্যান্য অর্থবছরগুলোতে শুধু কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ দেখালেই ক্রেডিট কার্ড পাওয়া যেত। কিন্তু চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকঋণ ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেয়ার বাধ্যবাধকতার বিধান চালু করে এনবিআর।

রানি এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Previous article

হ্যাকারের অ্যাকাউন্টে ২ লাখ ৫০ হাজার ডলার পাঠাল গুগল

Next article

You may also like

2 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *